সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

কি ভাবে বিজয় বাংলা দিয়ে ফটোশপে বাংলা লিখবেন

হাই বন্ধুরা! টিউটোরিয়াল ঘর এর পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলাল রাশেদ। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন সবাই। আসলে আমরা অনেকে ফটোশফ এ বাংলা লিখতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যায়। আজকে আপনাদের সামনে সেই বিষয় সম্পর্কে আলোচনা করব এবং সে সমস্যাটি কিভাবে সমাধান করব। আশা করি সবার অনেক উপকারে আসবে। তো চলুন দেরি না করে কাজে লেগে পড়ি।


ধাপ-১: প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড বা পেইন্ট যে কোন একটা ওপেন করে সেখানে যে কোন বিজয় বাংলা ফনট দিয়ে লিখুন আপনার লেখাটি  (যে লেখাটি আপনি এডিট করনে ফটোশপ এ)

Step-1: Open Paint or Microsoft Word and Type Your Text | How To Write Bangla at Photoshop Using Bijoy Bangla | Adobe Photoshop Tutorial (Bangla)

ধাপ-২: এবার সেই লেখাটি (Ctrl+A) দিয়ে সিলেক্ট করুন। এবং (Ctrl+C) দিয়ে কপি করুন লেখাটি।
Step-2: Copy Your Text from paint or Microsoft Word | How To Write Bangla at Photoshop Using Bijoy Bangla | Adobe Photoshop Tutorial (Bangla)


ধাপ-৩: তারপর ফটোশপ ওপেন করুন। আর সেখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করুন।

Step-3: Open Your Photoshop and Select Text Tool | How To Write Bangla at Photoshop Using Bijoy Bangla | Adobe Photoshop Tutorial (Bangla)

ধাপ-৪: সেখানে আপনার কাঙ্কিত বিজয় বাংলা/ টাইপের ফনট সিলেক্ট করুন এবং (Ctrl+V) দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড বা পেইন্ট থেকে কপি করা লেখাটি পেস্ট করুন ।

Step-4: Past Your Text here | How To Write Bangla at Photoshop Using Bijoy Bangla | Adobe Photoshop Tutorial (Bangla)


আশা করি টিউটোরিয়ালটি সবাই ভাল ভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোন অংশ বুঝতে না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন এখানে এসম্পর্কে ভিডিও আছে। চ্যানেল লিঙ্ক হল-: এখানে ক্লিক করুন

এবং ভিডিওর টাইটেল হচ্ছে-: How To Write Bangla in Adobe Photoshop Using Bijoy Bangla | Adobe Photoshop Tutorial (Bangla)

তবুও যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটির নিচে বা এই পোস্টটির নিচে কমেন্ট করতে পারেন। আর  আমার ফেইজবুক পেজে বা সরাসরি আমাকে ও মেসেজ করতে পারেন।
আমার ফেসবুক পেইজ এ য়েতে এখানে ক্লিক করুন
আমার নিজের পেইজবুক প্রোফাইল এ যেতে এখানে ক্লিক করুন
আশা করি সবার উপকারে আসবে টিউটোরিয়ালটি। সকলের সুস্থতা কামনা করে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ....................!

কোন মন্তব্য নেই:
Write comments

Recommended Posts × +